বিনোদন ডেস্ক: মাত্র চারদিনে ৫২০ কোটি ৭৯ লক্ষ টাকা আয় করেছে শাহরুখ খানের ‘জওয়ান’। যা ভারতীয় ছবির ইতিহাসে অদৃষ্টপূর্ব। শুধুমাত্র ভারতেই এই ছবি চারদিনে অতিক্রম করেছে ৩০০ কোটির গন্ডি।
বক্স অফিসে নিজের রেকর্ড নিজেই ভাঙছেন কিং খান। জন্মাষ্টমীর দিন মুক্তি পাওয়ার পর থেকেই প্রতিদিনই গড়ে ১০০ কোটির ব্যবসা করেছে এই ছবি, তবে রবিবার পার করে ফেলল সব রেকর্ড।
এই বক্স অফিস কালেকশনের ফলে জওয়ান হল প্রথম ভারতীয় ছবি যা মাত্র ৪দিনে অতিক্রম করল ৫০০ কোটির গন্ডি।
শাহরুখ এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী, পাঠান ও জওয়ানের সাফল্যের মধ্যে দিয়ে সে কথাই প্রমাণ করলেন তিনি। এরই সঙ্গে পিছনে ফেলে দিলেন দঙ্গল, বাহুবলীর মতো বড়মাপের ছবির রেকর্ডই। এরকমই চলতে থাকলে ইতিহাসের পাতায় শুধু জওয়ান নয়, নাম লেখাবেন খোদ শাহরুখ। তিনিই প্রথম সুপারস্টার হবেন, একই বছরে যাঁর দুটো ছবি একই সঙ্গে আয় করবে ১০০০ কোটি।
প্রসঙ্গত, অ্যাকশন, রোমান্সে, সামাজিক বার্তার মিশেলে এই ছবির গল্প ও পরিচালকের আসনে বাজিমাত করেছেন অ্যাটলি। শাহরুখ ছাড়াও এই ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি ও দীপিকা পাড়ুকোনকে। ক্যামিও চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত।
ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যায় শাহরুখকে, গল্পে রয়েছে বেশ কয়েকটি টুইস্ট, সব মিলিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। একদিকে তিনি পুলিশ অফিসার তো অন্যদিকে অপহরণকারী, একদিকে বাবা-ছেলে দুই ভূমিকাতেই তিনি। ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দ্র। এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করলেন নয়নতারা। অল্প সময়ের উপস্থিতি হলেও নজর কেড়েছেন দীপিকা পাড়ুকোন। কার্যত জওয়ান জ্বরে ভুগছে বলিপাড়া থেকে শুরু করে গোটা দেশ।
আরও পড়ুন:
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
৪ দিনেই ৫০০ কোটি আয়, নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ https://corporatesangbad.com/45299/ |