তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মৌলভীবাজারের বড়লেখার বড়াইল সীমান্ত এলাকা থেকে মো. আইয়ুব (২৫) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
গত শনিবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে তিনটার দিকে তাকে আটক করা হয়।
আইয়ুব কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং শরনার্থী শিবিরের বাসিন্দা আমির সাধুর ছেলে। রোববার (১০ সেপ্টেম্বর) সকালে তাকে পুলিশি স্কটের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।
বিজিবি সূত্র জানিয়েছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির লাতু বিজিবি'র টহল কামান্ডার শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা শনিবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এসময় একজন লোক ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করে বাংলাদেশের অভ্যন্তরে বড়াইল এলাকায় ঘুরাফেরা করছিল। রাত আনুমানিক ৩টার দিকে বিজিবি সদস্যরা ওই যুবককে আটক করে। এ সময় তাকে জিজ্ঞাসাবাদকালে সে নিজেকে রোহিঙ্গা পরিচয় দিয়ে জানায়, তার নাম মো. আইয়ুব। কিছু দিন আগে সে বাংলাদেশ থেকে কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। গত ৮ সেপ্টেম্বর আসাম পুলিশ তাকে আটক করে মহিশাষন বিএসএফ ক্যাম্পের নিকট হস্তান্তর করে।
শনিবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে সে কাটাতার পার হয়ে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল এলাকায় সীমান্তের মেইন পিলার নং (১৩৬৭) দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
বিজিবি সূত্র জানায়, আটকের পর বিএসএফ রোহীঙ্গা যুবক মো. আইয়ুবকে আইনি প্রক্রিয়া ছাড়াই রাতের আঁধারে কাটাতারের বেড়া খুলে বাংলাদেশে পুশব্যাক করেছে।বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, আটক রোহিঙ্গা যুবক মো. আইয়ুবকে পুলিশি স্কটের মাধ্যমে রোববার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ভারত থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের সময় আটক ১ https://corporatesangbad.com/45178/ |