নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মামুন-উর-রশিদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে তাঁর মৃত্যু হয়।
২০২০ সালের ফেব্রুয়ারিতে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দেন মামুন-উর-রশিদ। ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পালন করেছিলেন তিনি।
এর আগে তিনি প্রিমিয়ার ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপ-ব্যাবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
না ফেরার দেশে সিএসইর সাবেক এমডি মামুন-উর-রশিদ https://corporatesangbad.com/45128/ |