শেয়ারবাজার ডেস্ক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ৯ দশমিক ১২ দশমিক ০১ শতাংশ কমেছে। এতে কোম্পানিটির শেয়ার সাপ্তাহিক দরপতনে শীর্ষ স্থানে উঠে এসেছে। এ সময়ে কোম্পানিটির ৫৯ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে গত বৃহস্পতিবার খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের সমাপনী দর ছিল ২৪ টাকা ৩০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৯ টাকা ৯০ ও ৩৮ টাকা ৯০ পয়সা।
সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ০.০১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়েও কোম্পানির ইপিএস কমেছিলো ০.০৪ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৯১ পয়সায়।
৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে ১৮ পয়সা, আগের হিসাব বছরে ইপিএস কমেছিলো ১৫ পয়সা। ২০২১ হিসাব বছরে কোন লভ্যাংশ পায়নি শেয়ারহোল্ডাররা।
২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯৮কোটি ০৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩০ দশমিক ১৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮ দশমিক ৯২ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫০ দশমিক ৯৫ শতাংশ শেয়ার রয়েছে।
কর্পোরেট সংবাদ/এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
৫ দিনে ১২ শতাংশ দর কমেছে খান ব্রাদার্সের https://corporatesangbad.com/45031/ |