সপ্তাহজুড়ে ডিএসইতে গড় লেনদেন বেড়েছে ৪৭.১০ শতাংশ

Posted on September 9, 2023

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ হয়েছে। তবে সপ্তাহ শেষে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনেদেন বেড়েছে ৪৭.১০ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৬৫৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন ছিল ৪৪৫ কোটি ৭৪ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিন গড় লেনদেন বেড়েছে ২০৯ কোটি ৯৫ লাখ টাকা বা ৪৭.১০ শতাংশ।

সপ্তাহজুড়ে বেড়েছে ডিএসইর সার্বিক লেনদেনও। ডিএসইতে ২ হাজার ৬২২ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ২২৮ কোটি ৭১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩৯৪ কোটি ৯ লাখ টাকার বা ১৭.৬৮ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ৭ দশমিক ৫৯ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ বেড়ে ৬ হাজার ৩০৭ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৪ দশমিক ৫১ পয়েন্ট কমে ২ হাজার ১৩৭ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসই শরীয়াহ সূচক কমেছে ৩.৩৩ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪০৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৩টির।