মরক্কোয় শক্তিশালী ভূমিকম্প, নিহত ২৯০

Posted on September 9, 2023

আন্তর্জাতিক ডেস্ক : মরক্কোয় ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ২৯০ জনের বেশি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। দেশটির স্বরাষ্টমন্ত্রণালয় জানিয়েছে, ভয়াবহ এই ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৯৬।

মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, চিকিৎসার জন্য ১৫০ জনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। ভূম্পিকম্পটিতে সবচেয়ে বেশি হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কেন্দ্রস্থলের দিকে। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় চলে এসেছে মানুষ

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার কিছু পরে ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল আটলাস পর্বতমালার ওকাইমেডেনের স্কি রিসোর্টের কাছে, যা মারাকেশ থেকে ৭৫ কিলোমিটার দূরে।

ভূমিকম্পের কেন্দ্রের কাছে পাহাড়ি এলাকার আস্নি গ্রামের বাসিন্দা মনতাসির ইত্রি জানান, সেখানকার বেশিরভাগ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের প্রতিবেশীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে ও নিজেদের সরঞ্জাম দিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করছে স্থানীয়রা।

আরও পশ্চিমে তারউদান্তের কাছে শিক্ষক হামিদ আফকার বলেন, তিনি তার বাড়ি থেকে পালিয়ে এসেছেন ও ভূমিকম্পের পরে আফটারশক হয়েছে। ভূমিকম্পটি প্রায় ২০ সেকেন্ড স্থায়ী হয় বলেও জানান তিনি।