তিন মোবাইল ফোন কোম্পানিকে পাওনা পরিশোধের নির্দেশ

Posted on January 10, 2023

নিজস্ব প্রতিবেদক : দেশের তিন মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন, বাংলালিংক ও রবি’কে তরঙ্গ ও লাইসেন্স ফিয়ের রাজস্ব বাবদ ২ হাজার ৫০০ কোটি টাকা পরিশোধের আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এই টাকা দিতে হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজা-ই রাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন মানিক। বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজা-ই রাকিব ও মোবাইল কোম্পানির পক্ষে ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান শুনানি করেন।

আইনজীবীরা জানান, এই আদেশের ফলে গ্রামীণফোন, বাংলালিংক ও রবিকে ২ হাজার ৫০০ কোটি টাকা পরিশোধ করতে হবে। তবে কতদিনের মধ্যে এই টাকা পরিশোধ করতে হবে, সেটি নিশ্চিত করেননি আইনজীবীরা।

অ্যাটর্নি জেনারেল বলছেন, রায়ের কপি পাওয়ার পর টাকা আদায় শুরু করবে বিটিআরসি।

সরকার বেশি ভ্যাট-ট্যাক্স নিচ্ছে মর্মে ২০১২ সালে হাইকোর্টে রিট করে বিদেশি মোবাইল অপারেটর কোম্পানিগুলো। তবে ওই রিটে হেরে যায় ওই তিন কোম্পানি।

আরও পড়ুন:

কারামুক্ত মির্জা ফখরুল ও আব্বাস

বেনাপোলে পলাতক ৯ আসামী গ্রেফতার, বিদেশী মদ উদ্ধার

হাতিরঝিলে স্থাপনা নিষিদ্ধ : আপিলের অনুমতি পেল রাজউক