নিজস্ব প্রতিবেদক : পতনে শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। বৃহস্পতিবার লেনদেনে অংশ নেয়া ৩৩.১৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন পেপার ও প্রিন্টিং খাতের শতভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। কমার শীর্ষে ওঠেছে পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিংয়ের শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতের ৬টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে আজ এই খাতের শতভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। এদিন শেয়ার দর কমার শীর্ষে উঠে আসে পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৫ টাকা ৭০ পয়সা বা ২.৪৮ শতাংশ। লেনদেন হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৭২ হাজার টাকার শেয়ার।
শেয়ার দর কমার ২য় অবস্থানে রয়েছে হাক্কানী পাম্প। কোম্পানিটির শেয়ার দর কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ২.০২ শতাংশ। লেনদেন হয়েছে ৪৪ লাখ ১১ হাজার টাকা। কমার ৩য় অবস্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস। কোম্পানিটির শেয়ার দর কমেছে ১ টাকা ১০ পয়সা বা ১.৪৮ শতাংশ। লেনদেন হয়েছে ২ কোটি ১ লাখ ৯১ হাজার টাকা।
কমার চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ মনোস্পুল পেপার। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৩ টাকা ৩০ পয়সা বা ১.৩০ শতাংশ। কমার পঞ্চম অবস্থানে রয়েছে খুলনা প্রিন্টিং প্যাকেজিং। কোম্পানিটির শেয়ার দর কমেছে ১০ পয়সা বা দশমিক ৯৩ শতাংশ। কমার ৬ষ্ট অবস্থানে রয়েছে সোনালী পেপার। কোম্পানিটির শেয়ার দর কমেছে ২ টাকা ৪০ পয়সা বা দশমিক ৩৬ শতাংশ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
পেপার খাতে দর পতন শতভাগ কোম্পানির https://corporatesangbad.com/44827/ |