পুঁজিবাজারে সূচকের পতন, লেনদেন ছাড়ালো ৭০০ কোটি

Posted on September 7, 2023

শেয়ারবাজার ডেস্ক: দেশের পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে বেড়েছে লেনদেন। এদিন টাকার অংকে লেনদেনের পরিমান ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৯ দশমিক ৮৯ পয়েন্ট কমেছে। সূচকটি আজ লেনদেন শেষে ৬ হাজার ৩০৭ পয়েন্টে দাড়িয়েছে।

এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএসইর শরীয়াহ্ সূচক ২ দশমিক ৮৯ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৭ দশমিক ১০ পয়েন্ট হারিয়েছে।

ডিএসইতে আজ মোট ৭০০ কোটি ৭৮ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৩৪ কোটি ৩০ লাখ টাকা।

আজ দেশের প্রধান পুঁজিবাজারে মোট ৩২৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৭টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৫৩ কোম্পানির। বাকি ১০৯ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

কর্পোরেট সংবাদ/এএইচ