ভারতে সব বিদেশি ছবির রেকর্ড ভেঙলো ‘অবতার ২’!

Posted on January 10, 2023

বিনোদন ডেস্ক : ভারতে রেকর্ড গড়ল জেমস ক্যামেরনের ‘অবতার : দ্য ওয়ে অফ ওয়াটার’। এখনও পর্যন্ত এ দেশে মুক্তি পাওয়া হলিউডের সর্বোচ্চ আয়কারী ছবি এটিই।

বক্স অফিসে ৪৫৪ কোটি টাকা তুলে নিয়েছে ‘অবতার ২’, যা রুশো ব্রাদার্স প্রযোজিত মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর সর্বকালের মোট সংগ্রহকেও ছাপিয়ে গিয়েছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া সেই ছবি গত তিন বছর ধরে বিদেশি ছবি হিসাবে আয়ের তালিকার শীর্ষে ছিল। সেই জায়গা এবার নিয়ে নিল ‘টাইটানিক’ খ্যাত পরিচালক ক্যামেরনের ফ্যান্টাসি ছবি।

বিশ্বের অসীম প্রগতির মুখে দাঁড়ি টেনে এর আগে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল মার্ভেলের ‘এন্ডগেম’। ভারতের বক্স অফিসে এ ছবির মোট আয় ছিল ৪৩৮ কোটি টাকা। নতুন ‘অবতার’ এসে আগের সব রেকর্ড ভেঙে দিল।

আমেরিকার বক্স অফিসে এখন ৪২৪৮ কোটির রান নিয়ে দৌড়চ্ছে সেই ছবি। বিশ্ব জুড়ে মোট আয় ১০ হাজার কোটির কাছাকাছি। সিনেমার ইতিহাসে সপ্তম বৃহত্তম কাজ হিসাবে গণনা করা হচ্ছে ‘অবতার : দ্য ওয়ে অফ ওয়াটার’কে।
সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

বায়োস্কোপ অরিজিনাল ‘কাবাডি’ তে ডিপজল

হাসপাতালের বিল দিতে পারছি না, এটা একদমই ঠিক নয়: ফারুকের স্ত্রী

বগুড়ার দুই আসনেই হিরো আলমের মনোনয়ন বাতিল