নিজস্ব প্রতিবেদক : আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের (আইএএমসিএল) ব্যবস্থাপনায় পরিচালিত বাংলাদেশ ফান্ডের ২০২২-২৩ অর্থবছরের প্রাপ্ত লভ্যাংশ ২ কোটি ৬৫ লাখ টাকার একটি লভ্যাংশপত্র হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মিসেস মাহমুদা আক্তার, রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীরের নিকট লভ্যাংশপত্র হস্তান্তর করেন।
উক্ত অনুষ্ঠানে রূপালী ব্যাংক ও আইএএমসিএল’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কোম্পানির ব্যবস্থাপনায় পরিচালিত ১২টি মিউচ্যুয়াল ফান্ডের ৩১শে ডিসেম্বর ২০২২ এর সমাপ্ত সময়ের জন্য ৩৫ কোটি টাকা এবং ১৩টি ফান্ডের ৩০ জুন ২০২৩ এর সমাপ্ত সময়ের জন্য ১১২ কোটি টাকাসহ সর্বমোট ১৪৮ কোটি টাকা লভ্যাংশ ঘোষণা করা হয়।
আলোচ্য সময়ে ২৫টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে আইসিবি এএমসিএল পেনশন হোল্ডারস ইউনিট ফান্ডের বিনিয়োগকারীগণের জন্য ইউনিট প্রতি সর্বোচ্চ ১৬ টাকা করে লভ্যাংশ প্রদান করা হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বাংলাদেশ ফান্ডের ২ কোটি ৬৫ লাখ টাকার লভ্যাংশপত্র হস্তান্তর https://corporatesangbad.com/44607/ |