স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আগেই জানা গিয়েছিল যে, চলতি এশিয়া কাপের দলটাই মোটামুটি ধরে রাখা হবে। বাস্তবেও ঘটল ঠিক সেটাই। ফোকাসে ছিলেন কেএল রাহুল। তাঁকে নিয়েই হল দল। তিনি এশিয়া কাপের দলেও রয়েছেন।
তবে চোট-আঘাত কিছুটা রয়েছে বলে এশিয়া কাপ খেলতে আসেননি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজেকে ১০০ শতাংশ ফিট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাহুল।
রোহিত শর্মাকে অধিনায়ক রেখে ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা হয়নি সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল, তিলক বর্মা ও প্রসিদ্ধ কৃষ্ণার। যদিও এমনটাই প্রত্যাশিত ছিল। কারণ সঞ্জু সুযোগ পেয়েও, ব্যাট হাতে পঞ্চাশ ওভারের ফরম্যাটে নিজেকে প্রমাণ করতে পারেননি।
অন্যদিকে নির্বাচকরা আগেই জানিয়ে দিয়েছেন যে, চাহালের থেকে তাঁরা কুলদীপকেই এগিয়ে রাখছেন। তবে এই দল কিন্তু ফের ভাঙাগড়া করা যাবে। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সুযোগ থাকবে ভারতের কাছে। তারপরেও যদি কোনও পরিবর্তন আনতে হয়, তাহলে সেক্ষেত্রে আইসিসি-র থেকে অনুমোদন লাগবে।
১২ বছর পর ফের ভারতে বিশ্বকাপ। এবার ওয়ার্ম-আপ ম্যাচ নিয়ে মোট ১২টি শহরের ডজন ভেন্যু বেছে নেওয়া হয়েছে বিশ্বকাপ আয়োজন করার জন্য।
৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৪৮ ম্যাচের বিশ্বযুদ্ধের আসর বসবে- আহমেদাবাদ, বেঙ্গালুরু , চেন্নাই , ধরমশালা , দিল্লি, হায়দরাবাদ , কলকাতা, লখনউ , মুম্বাই ও পুণেতে । তিরুঅনন্তপুরম ও গুয়াহাটিতে হবে গা ঘামানোর ম্যাচগুলি।
ভারতের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড :
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।
আরও পড়ুন:
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ভারতের বিশ্বকাপ দল ঘোষণা https://corporatesangbad.com/44585/ |