অর্থ-বাণিজ্য ডেস্ক : নারায়ণগঞ্জের টানবাজারে সুতার দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। চাহিদা ও আন্তর্জাতিক বাজারে সুতা তৈরির কাঁচামাল তুলার মূল্যবৃদ্ধির কারণে দাম আরো এক দফা বেড়েছে। ব্যবসায়ীরা জানান, বিভিন্ন কাউন্টের সুতার দাম বেড়েছে ৩-১০ টাকা পর্যন্ত।
টানবাজারে দেখা যায়, ১০ কাউন্টের সুতা প্রকারভেদে বেচাকেনা হচ্ছে ৫৫-৭৫ টাকা পাউন্ড দরে। একই কাউন্টের সুতা দুই সপ্তাহ আগে বেচাকেনা হয়েছিল ৫২-৭০ টাকা দরে। সে হিসাবে দাম বেড়েছে প্রকারভেদে ৩-৫ টাকা।
২০ কাউন্টের টানা সুতা বেচাকেনা হচ্ছে প্রকারভেদে ১০৪-১১৪ টাকা দরে। একই কাউন্টের সুতা ১৫ দিনে আগেও বেচাকেনা হয়েছিল ১০২-১১০ টাকা পাউন্ড দরে। সে হিসাবে দাম বেড়েছে ৪-৬ টাকা।
২৪, ২৬, ২৮ ও ৩০ কাউন্টের গার্মেন্টস এক্সপোর্ট কোয়ালিটির সুতা বেচাকেনা হচ্ছে ১৭০-১৭২ টাকা দরে। একই কাউন্টের সুতা এক সপ্তাহ আগে বেচাকেনা হয়েছিল ১৫০-১৬৫ টাকা পাউন্ড দরে। সে হিসাবে দাম বেড়েছে প্রায় ১০ টাকা।
৪০ কাউন্টের সুতা বেচাকেনা হচ্ছে ১৫৩-১৭৫ টাকা দরে। একই কাউন্টের সুতা দুই সপ্তাহ আগে ১৫০-১৭০ টাকা দরে বিক্রি হয়েছে। সে হিসাবে দাম বেড়েছে ৩ থেকে ৫ টাকা।
৫০ কাউন্টের সুতা বেচাকেনা হচ্ছে প্রকারভেদে ১৮২-১৯১ টাকা দরে। একই কাউন্টের সুতা বাজারে কয়েকদিন আগে বেচাকেনা হয়েছিল ১৮০-১৯০ টাকা দরে। সে হিসাবে দাম বেড়েছে ২-৩ টাকা।
৬০ কাউন্টের সুতা বেচাকেনা হচ্ছে ২০২ থেকে ২০৮ টাকা দরে। একই কাউন্টের সুতা বেশ কিছুদিন আগে বেচাকেনা হয়েছিল ২০০ থেকে ২০৫ টাকা দরে। সে হিসাবে ৬০ কাউন্টের সুতার দাম বেড়েছে ৩-৫ টাকা।
৮০ কাউন্টের সুতা বেচাকেনা হচ্ছে ৩০০ টাকা দরে। একই কাউন্টের সুতা দুই সপ্তাহ আগে বেচাকেনা হয়েছিল ২৯০-২৯৫ টাকা দরে। সে হিসাবে দাম বেড়েছে ৫ টাকা।
সুতা ব্যবসায়ী কামাল হোসেন জানান, আন্তর্জাতিক বাজারে সুতা তৈরির কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং দেশের বাজারে সুতার চাহিদা বাড়ায় স্পিনিং মিলগুলো থেকে দাম কিছুটা বাড়িয়ে দেয়া হয়েছে। এক-দুই সপ্তাহের ব্যবধানে পাউন্ডপ্রতি দাম বেড়েছে ৫-১০ টাকা। ২৪, ২৬, ২৮, ৩০ ও ৩২ কাউন্টের সুতার দাম পাউন্ডপ্রতি ৫-১০ টাকা পর্যন্ত বেড়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
টানবাজারে সুতার দাম বেড়েছে পাউন্ডে ৩-১০ টাকা https://corporatesangbad.com/44414/ |