বিনোদন ডেস্ক : বছরের শুরু থেকেই চর্চায় রয়েছে বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তে। কখনও তাঁর বিয়ে, কখনও সেই বিয়ে ভাঙা। আবার কখনও তাঁর ধর্মান্তরণ, সব নিয়েই যেন শিরোনামে রাখি।
সম্প্রতি রাখির স্বামী আদিল দুরানি ছাড়া পেয়েছেন জেল থেকে। তারপর থেকেই দু’পক্ষের মধ্যে চলছে অভিযোগ-পাল্টা অভিযোগের পালা। তবে শত অশান্তির মাঝেই উমরাহ্ করতে মক্কা-মদিনা যান অভিনেত্রী। সেখান থেকে ফিরতেই একেবারে ভোলবদল রাখির।
উমরাহ্ থেকে দেশে ফিরে রাখি জানান, তিনি নাকি আর ‘রাখি’ নামে ডাকলে সাড়া দেবেন না। এখন থেকে তিনি ‘ফাতিমা’। ফটো সাংবাদিকদের উদ্দেশে তাঁকে ফাতিমা নামেই ডাকার আর্জি রাখেন রাখি। তবে এতেই ক্ষান্ত হননি অভিনেত্রী। দিলেন নয়া নিদান, পুরুষরা তাঁকে ছোঁবেন না।
মক্কা-মদিনা থেকে ফিরে এসেই মুম্বাইয়ে এক অনুষ্ঠানে দেখা গেল রাখিকে। সেখানেই লাল হিজাব পরে হাজির হন তিনি। সেখানে একটি পুরস্কারও পান তিনি। অনুষ্ঠান শেষে রাখিকে প্রায় ছেঁকে ধরেন তাঁর অনুরাগীরা। আবদার সেলফি তোলার। তাতেই মেজাজ হারান রাখি।
তিনি বলেন, ‘‘আমি পবিত্র, আমি মক্কা-মদিনা ঘুরে এসেছি। পুরুষরা আমাকে ছোঁবেন না। আমার থেকে দূরে থাকুন।’’
সম্প্রতি স্বামী আদিলের সঙ্গে তাঁর ঝামেলার খবর প্রকাশ্যে আসতেই ফের চর্চায় ফিরেছেন রাখি। ক্যামেরার সামনে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন, অথচ ইসলাম ধর্মাচরণ করতে ছাড়েননি। রাখির এই দ্বিচারিতাতেই এ বার বিরক্ত নেটাগরিকরা। সূত্র-জিনিউজ।
আরও পড়ুন:
স্বামী-স্ত্রী ছিলাম, আমরা সেটাই আছি: রাহুল
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
আমি পবিত্র, পুরুষরা আমাকে ছোঁবেন না: রাখি https://corporatesangbad.com/44348/ |