শেয়ারবাজার ডেস্ক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডে নতুন করে তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর আগেও বিএসইসি কোম্পানিটিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করেছিল। যদিও সে সিদ্ধান্তের বিরুদ্ধে কোম্পানিটি আদালতের শরণাপন্ন হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, অবসরোত্তর ছুটিতে থাকা লে. কর্নেল একেএম সাইফুল বাহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সাদিয়া নূর খান ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদকে আলহাজ টেক্সটাইল মিলসের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে। গত ৫ জুন বিএসইসির পক্ষ থেকে চারজনকে কোম্পানিটির স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ করা হয়। সে আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিল কোম্পানি কর্তৃপক্ষ। রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত বিএসইসির সিদ্ধান্তের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করে। এর পরই কোম্পানিটি নতুন করে তিনজনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়। তবে পরবর্তী সময়ে বিএসইসির আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করে দেন। এতে স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে বিএসইসির আগের আদেশের কার্যকারিতা বহাল থাকে।
কর্পোরেট সংবাদ/এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
আলহাজ টেক্সটাইলে তিন স্বতন্ত্র পরিচালক নিয়োগ বিএসইসি’র https://corporatesangbad.com/44319/ |