দরপতনের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটার্স

Posted on September 3, 2023

শেয়ার বাজার ডেস্ক: দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (৩ সেপ্টেম্বর) দরপতনের শীর্ষে রয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ৫ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ৪৮ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি সর্বশেষ ৮০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৫৮৬ বারে ১৭ লাখ ১৪ হাজার ৬৬৬টি শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস । আজ কোম্পানিটির দর ১ বা ২.০১ শতাংশ কমেছে। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে এমারেল্ড অয়েল।আজ কোম্পানিটির দর ৩ টাকা ৪০ পয়সা বা ১.৯৮ শতাংশ কমেছে। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৬৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন করে।

এ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আল-হাজ্ব টেক্সটাইল, ইনটেক, অ্যারামিট, পূবালী ব্যাংক, ইয়াকিন পলিমার, শ্যামপুর সুগার ও ইমাম বাটন লিমিটেড।

কর্পোরেট সংবাদ/এএইচ