বেনাপোল প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় গবাদি পশুর জন্য ঘাস কাটার সময় মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৩ আগস্ট) বিকালে উপজেলার জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের তৌহিদুর রহমান (৪৫) ও তার ছোট ভাই রুহুল আমীন (৪০)।
নিহতের চাচা রেজাউল ইসলাম সুইট বলেন, বিকালে রুহুল আমিন গবাদি পশুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় মেশিনে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাই তৌহিদুর রহমানও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। সন্ধ্যায় স্বজনরা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনলে ডাক্তার শুভাশিষ রায় দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়ছে।
আরও পড়ুন:
রহিমার ভালোবাসায় যশোরে হাসপাতাল নির্মাণ আমেরিকান নাগরিকের