অনলাইন ডেস্ক : দেশের আরও ১০ জন পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। তারা দেশের বিভিন্ন জেলায় এসপি পদে কর্মরত ছিলেন। জেলার দায়িত্ব থেকে সরিয়ে এই পুলিশ সুপারদের নতুন দপ্তরে দায়িত্বে দেওয়া হয়েছে।
বুধবার (৩ আগস্ট) রাষ্ট্রপতির পক্ষে ১০ এসপির বদলির আদেশে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস।
১০ জেলা হলো- মুন্সীগঞ্জ, পঞ্চগড়, খাগড়াছড়ি, চুয়াডাঙ্গা, মাগুরা, শেরপুর, বরগুনা, সাতক্ষীরা, ঝালকাঠি ও বান্দরবান।
আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এর আগে পৃথক এক প্রজ্ঞাপনে ৪০ জেলায় নতুন এসপি দেওয়া হয়।
গত ১৩ জুলাই অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে ব্যাপক রদবদল করা হয়। তখন ১৩৯ জন অতিরিক্ত ডিআইজি পদে রদবদল হয়। এর মধ্যে এসপি থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ১১৬ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়।
বদলি ১০ কর্মকর্তার তালিকা দেখতে ক্লিক করুন
আরও পড়ুন:
ডিজিটাল ভূমি জরিপে স্বচ্ছতা আসবে, জনগণের ভোগান্তি কমাবে: ভূমিমন্ত্রী
শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র জোরদার হচ্ছে : প্রধানমন্ত্রী