শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায় অসুস্থ্য গরু জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নেয়ার সময় তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ আগস্ট) সকালে পাটকেলঘাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামের মৃত আনছার আলীর ছেলে আশরাফ আলী, একই এলাকার আব্দুল মাজেদ সরদারের ছেলে সুজায়েত আলী ও শাকদাহ গ্রামের এজাহার আলীর ছেলে সাইফুল ইসলাম।
পরে আটককৃতদের তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে ৬ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।
তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, অসুস্থ্য গরু জবাই করে গরুর মাংস বিক্রির চেষ্টা বলছে বলে পুলিশের কাছে অভিযোগ আছে। যেহেতু অসুস্থ্য গরুর মাংস বিক্রয় করা অপরাধ সেকারনে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্তদের জরিমানা ও মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।