শেয়ারবাজার ডেস্ক: টানা তিনমাস ধরে দেশের পুঁজিবাজারে লেনদেনের নেতিবাচক প্রভাব রয়েছে । যার ফল স্বরুপ বিদায়ী আগস্ট মাসে এর আগের মাসের তুলনায় দৈনিক গড় লেনদেনের পরিমাণ কমেছে ৪৪ শতাংশ। লেনদেনের পাশাপাশি সূচকেও নিম্নমুখিতা পরিলক্ষিত হয়েছে । ইবিএল সিকিউরিটিজের মাসিক পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, এ বছরের জুনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দৈনিক গড়ে ৭ কোটি ৬০ লাখ ডলারের লেনদেন হয়েছে। এর পরের মাসে এ লেনদেনের পরিমাণ কমে দাঁড়ায় ৭ কোটি ২০ লাখ ডলারে। সর্বশেষ গত আগস্টে এটি আরো কমে ৪ কোটি ডলারে দাঁড়িয়েছে। লেনদেনের পাশাপাশি এ সময়ে ডিএসই সূচকও কমেছে। এর মধ্যে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স এ বছরের জুন শেষে ছিল ৬ হাজার ৩৪৪ পয়েন্টে। এর পরের মাস অর্থাৎ জুলাই শেষে সূচকটি দাঁড়িয়েছে ৩ হাজার ৩২৫ পয়েন্টে। আর সর্বশেষ গত আগস্ট শেষে ডিএসইএক্স ছিল ৬ হাজার ২৯৯ পয়েন্টে।
বাজার বিশ্লেষকরা বলছেন, গত আগস্টে লেনদেন কমার পাশাপাশি পুঁজিবাজারে অস্থিরতা পরিলক্ষিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শঙ্কা, সামষ্টিক অর্থনীতির সংকট ও তারল্য সংকটের মতো বিষয়গুলো পুঁজিবাজারকে প্রভাবিত করেছে।
এদিতে গত সপ্তাহের পুঁজিবাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, এ সময়ে পুঁজিবাজারে সূচক ও লেনদেন কিছুটা বেড়েছে। গত সপ্তাহে ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় দশমিক ৩১ শতাংশ বেড়ে ৬ হাজার ২৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহ শেষে যা ছিল ৬ হাজার ২৮০ পয়েন্টে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে বেড়ে ২ হাজার ১৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ১৩০ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস দশমিক ৫০ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৩৬৬ পয়েন্টে। ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া মোট ৪০৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ৬৮টির আর অপরিবর্তিত ছিল ২২৪টির। এছাড়া লেনদেন হয়নি ২১টির।
ডিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২ হাজার ২২৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন ছিল ২ হাজার ১৯০ কোটি ৬২ লাখ টাকা। সে হিসাবে এক্সচেঞ্জটিতে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১ দশমিক ৭৪ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড়ে ৪৪৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ৪৩৮ কোটি ১২ লাখ টাকা।
দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৩৪ শতাংশ বেড়ে ১৮ হাজার ৬৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল ১৮ হাজার ৫৭০ পয়েন্টে। সিএসসিএক্স সূচকটি গত সপ্তাহ শেষে দশমিক ৩৪ শতাংশ বেড়ে ১১ হাজার ১৩৯ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহ শেষে সূচকটির অবস্থান ছিল ১১ হাজার ১০২ পয়েন্টে। সিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৫৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসে যেখানে লেনদেন হয়েছিল ৬৪ কোটি টাকা। এ সময়ে সিএসইতে লেনদেন হওয়া ২৬০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৪৮টির, অপরিবর্তিত রয়েছে ১৩৪টির।
কর্পোরেট সংবাদ/এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
আগস্টে লেনদেন কমেছে ৪৪ শতাংশ https://corporatesangbad.com/44062/ |