সেনেগালে ২ বাসের সংঘর্ষে ৪০ জন নিহত

Posted on January 9, 2023

আন্তর্জাতিক ডেস্ক : সেনেগালে দুই বাসের সংঘর্ষে ৪০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অনেকে গুরুতর আহত হয়েছেন। রবিবার দেশটির প্রেসিডেন্ট এক টুইটে এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, সেনেগালের মধ্যাঞ্চলীয় শহর গনিবিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রেসিডেন্ট ম্যাকি সাল এক টুইটে বলেছেন, ‘আমি গনিবিতে আজকের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত, সেখানে ৪০ জন মারা গেছে এবং অনেকে গুরুতর আহত হয়েছে। আমি হতাহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

পশ্চিম আফ্রিকার দেশটিতে হতাহতদের জন্য তিন দিনের জাতীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে।