আন্তর্জাতিক ডেস্ক : ঘূর্ণিঝড় ইডালিয়ার দাপটে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্য। স্থানীয় সময় বুধবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ১৮০ কিলোমিটার গতিবেগে উপকূলে আছড়ে পড়ে এ ঘূর্ণিঝড়। এরই মধ্যে বাতাসের তোড়ে একটি গাড়ি উড়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে গাড়ির দুই আরোহী গুরুতর আহত হয়েছেন বলেও জানা গেছে।
জানা যায়, সাউথ ক্যারোলাইনার গুজ ক্রিক নামক সড়কে রাস্তায় ঝড়ের মুখে পড়ে ওই গাড়ি। বাতাসের তোড়ে গাড়িটি টিনের চালের মতো উড়ে গিয়ে অন্য একটি গাড়ির উপর গিয়ে পড়ে। গাড়ির মধ্যে ছিলে দুই আরোহী। আকস্মিক এ ঘটনায় তারা গুরুতর আহত হন।
অন্য গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইডালিয়ার কবলে পড়া গাড়িটি বেশ জোরে অন্য গাড়িটিকে আঘাত করে। সেসময় আশেপাশে থাকা গাড়ির আরোহীদের ‘উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে’ বলে চিৎকার করতে শোনা যায়।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের একটি দল। আহত দুই ব্যক্তিকে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে বের করে আনেন তারা। পরে আহতদের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মার্কিন আবহাওয়া দপ্তর জানিয়েছে, সাউথ ক্যারোলাইনার আঘাতের পর ঘূর্ণিঝড় ইডালিয়ার শক্তি হ্রাস পেয়েছে। ঝড়ের পাশাপাশি রাজ্যের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে। উদ্ধার কাজ শুরু হয়েছে। সেই সঙ্গে চেষ্টা চলছে বিদ্যুৎসংযোগ স্বাভাবিক করার প্রচেষ্টা।
ভারী বৃষ্টির ফলে যে সব এলাকায় বন্যা দেখা দিয়েছে, সেখান থেকে মানুষদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কাজ চলছে। পাশপাশি সড়কে উপড়ে পড়া শত শত গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা চেষ্টা করছে উদ্ধারকীদের দল।
এর আগে বুধবার সকালে ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হানে ঘূর্ণিঝড় ইডালিয়া। গত সাত বছরে ওই অঙ্গরাজ্যে আঘাত হানা চতুর্থ শক্তিশালী ঝড় এটি। শক্তিশালী এ ঘূর্ণিঝড়ের কারণে ফ্লোরিডা উপকূলে ১৬ ফুট উঁচু বন্যা হতে পারে বলে আভাস দেওয়া হয়েছিল।
যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় পূর্বাভাস কেন্দ্র আভাস দিয়েছে, ফ্লোরিডার উপসাগরীয় উপকূল, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জর্জিয়া ও সাউথ-নর্থ ক্যারোলাইনার পূর্বাঞ্চলীয় অংশে বৃহস্পতিবার (৩১ আগস্ট) ১০ থেকে ২০ সেন্টিমিটার বা ৪ থেকে ৮ ইঞ্চি পরিমাণ বৃষ্টি হতে পারে। আর দুর্গম এলাকাগুলোতে এক ফুট পর্যন্ত বৃষ্টি হতে পারে। সূত্র: এনডিটিভি
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ঘূর্ণিঝড়ের দাপটে উড়ে গেলো আস্ত গাড়ি! https://corporatesangbad.com/43995/ |