![]() |

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ নৌ পুলিশের বিশেষ অভিযানে শাহজাদপুরের ধলাই নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী পুড়িয়ে ধ্বংস করা হয়েছে'।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল দশটা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা এলাকায় সিরাজগঞ্জ নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।'
অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৯ হাজার মিটার চায়না দোয়ার জব্দ করা হয়। দুপুর ১টায় রাউতারা সুইচগেট এলাকায় স্থানীয় জনতা এবং সাংবাদিকদের উপস্থিতিতে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান শেষে এসআই আরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, বিশেষ সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। তিনি আরো বলেন, দেশীয় মৎস সম্পদ রক্ষার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
কর্পোরেট সংবাদ/এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| সিরাজগঞ্জ নৌ পুলিশের অভিযানে অবৈধ কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস https://corporatesangbad.com/43961/ |