‘বিশৃঙ্খলা করলে চরপাথরঘাটা যুবলীগের কমিটি ভেঙে দেওয়া হবে’

Posted on August 31, 2023

চট্টগ্রাম প্রতিনিধি: কর্ণফুলীতে চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী বলেন, ‘চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষণা হয়েছে ৫ মাসও হয়নি। কিন্তু নানা বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এ রকম বিশৃঙ্খলা দেখা দিলে সাংগঠনিকভাবে চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের কমিটি ভেঙে দেওয়া হবে। সে ক্ষমতা আমাদের রয়েছে। কেন্দ্র থেকে কক্সবাজার যুবলীগের কমিটিও ভেঙে দেওয়া হয়েছে। এসব বিষয় মাথায় রাখবেন।’

বৃহস্পতিবার (৩১আগস্ট) সকালে উপজেলার এইচটি কনভেনশন হল চত্বরে কর্ণফুলী উপজেলা যুব লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের অংশ হিসেবে ‘শোক থেকে শক্তি, শক্তি থেকে জাগরণ’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দক্ষিণ জেলার সভাপতি আরও বলেন ,‘কর্ণফুলী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সম্পাদক রয়েছেন। তাঁদের সাথে বসে সমাধান করবেন। আমরা নিজেদের মধ্যে দ্বন্ধ ও কোন্দল দেখতে চাই না। ঐক্যবদ্ধ যুবলীগ চাই। এমন যুবলীগ চাই যে যুবলীগ আগামীতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভাইয়ের হাতকে শক্তিশালী করবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। তৃণমূল যদি সংগঠিত হতে না পারে উপজেলা সংগঠিত হতে পারে না। উপজেলা যদি সংগঠিকত হতে না পারে, দক্ষিণ জেলা সংগঠিত হতে পারবে না। সুতরাং দক্ষিণ জেলা যদি সংগঠিত হতে না পারে কেন্দ্র শক্তিশালী হতে পারবে না।’

দিদারুল ইসলাম চৌধুরী বলেন, ‘দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। বিশ্বের দরবারে যখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পাচ্ছে। ঠিক তখনই স্বাধীনতা বিরোধীরা আবারও চক্রান্ত শুরু করেছে। ষড়যন্ত্র হচ্ছে এবং হবেই। কেননা ওরাই আমার নেত্রীকে ২৯ বার হত্যা করার চেষ্টা করেছেন। কর্ণফুলীতে যদি জামায়াত বিএনপি বিশৃঙ্খলা করতে চায়, কর্ণফুলী যুবলীগের নেতাকর্মীদের তা প্রতিরোধ গড়ে তুলতে হবে। কর্ণফুলী-আনোয়ারার অভিভাবক, কর্ণফুলী উপজেলার প্রতিষ্ঠাতা মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভাইয়ের হাতকে শক্তিশালী করতে সবাইকে অগ্রণী ভূমিকা পালন রাখতে হবে। কমিটি নিয়ে ঘুমিয়ে পড়লে হবে না। ঝিমিয়ে পড়লে হবে না।’

কর্ণফুলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক ও যুগ্ম সম্পাদক তারেক হাসান জুয়েলের সঞ্চালনা এবং ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর।

এতে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ সভাপতি মো. তৌহিদুল আলম। উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ শহীদ, ইঞ্জিনিয়ার সেলিম উদ্দিন, যুগ্ন-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হৃদয়,ওয়াজ উদ্দিন আজাদ, দেবরাজ রতন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদ রানা, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন রিটন, অর্থ সম্পাদক নেজাম উদ্দিন ছাড়াও অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কর্ণফুলী উপজেলা যুবলীগ অসহায়, দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করেন।

কর্পোরেট সংবাদ/এএইচ