আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির ব্যাপারে উত্তর কোরিয়াকে সতর্ক করেছে হোয়াইট হাউজ। এসব অস্ত্র ইউক্রেন যুদ্ধে ব্যবহার করতে চায় রাশিয়া। সম্প্রতি বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা বেড়েছে।
হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্ভাব্য অস্ত্র চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।
কিরবি বলেন, রাশিয়ায় অস্ত্র বিক্রি নিয়ে যে আলোচনা হচ্ছে তা বন্ধের জন্য আমরা উত্তর কোরিয়ার কাছে আহ্বান জানাই। তাছাড়া উত্তর কোরিয়াকে পাবলিক প্রতিশ্রুতি মেনে চলারও আহ্বান জানানো হয়েছে।
মার্কিন এই কর্মকর্তা বলেন, চলতি বছরের জুলাইতে উত্তর কোরিয়া সফর করেছেন রুশ প্রতিরক্ষমন্ত্রী সার্গেই সুগুই। সে সময় তিনি দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গেও দেখা করেন। ওই সময় সুগুই পিয়ংইয়ংকে মস্কোর কাছে অস্ত্র বিক্রির ব্যাপারে উৎসাহিত করেন।
তবে যুক্তরাষ্ট্র এ ব্যাপারে কীভাবে তথ্য সংগ্রহ করেছে সে ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি হোয়াইট হাউজের এই মুখপাত্র। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে বারবারই সতর্ক করে আসছে রাশিয়া। বিশেষ করে চীনকে।সূত্র: আল-জাজিরা