September 17, 2024 - 11:22 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশরামপুরায় ট্রাকচাপায় যুবক নিহত

রামপুরায় ট্রাকচাপায় যুবক নিহত

spot_img

ঢাকা: রাজধানীর রামপুরায় ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন। তার নাম সাগর ইসলাম (৩২)। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহ‌তদের ঢাকা মে‌ডিকেল কলেজ হাসপাতালে পাঠা‌নো হ‌য়।

বুধবার (৩০ আগস্ট) দিবাগত রাত পৌঁনে বা‌রোটার দি‌কে রামপুরা টি‌ভি সেন্টা‌রের এক নম্বর গেই‌টের সাম‌নে এই দুর্ঘটনা ঘ‌টে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে আসা পাথরবাহী এক‌টি ল‌রি রামপুরা ‌টি‌ভি সেন্টারের সামনের ওভার‌ব্রিজের এসে কয়েক‌টি থামানো রিকশার ওপর তুলে দেয়। এতে, ঘটনাস্থলেই সাগর নামে এক রঙমিস্ত্রীর মৃত্যু হয়। 

নিহত সাগর ঢাকার হাজারীবাগের বাসিন্দা। কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি। 

রামপুরা থানার ওসি জানান, এই ঘটনায় ল‌রিচালক‌কে আটক ও গাড়ি জব্দ করা হয়েছে।

কর্পোরেট সংবাদ/এএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ