ব্লকে ৪৪ কোটি টাকার লেনদেন

Posted on August 30, 2023

শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৬৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬০ লাখ ৭৪ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৪ কোটি ৩৭ লাখ  টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সোনালী পেপার লিমিটেডের। কোম্পানিটি ৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ড্যাফোডিল কম্পিউটার্স ৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

সী পার্ল বীচ ৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আল-হাজ্ব টেক্সটাইল ১ কোটি ৪৯ লাখ, বিএটিবিসি ১ কোটি ৬৯ লাখ, ব্রাক ব্যাংক ১ কোটি ৪৮ লাখ, এমারেল্ড অয়েল ২ কোটি ৭ লাখ, ফরচুন সুজ ৩ কোটি ৫১ লাখ, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড ২ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

কর্পোরেট সংবাদ/এএইচ