নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩২৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৩২টির দর বেড়েছে,১৩১টির দর কমেছে, ১৬৬টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিকে আজ ব্লক মার্কেটে ৫৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৩৯ কোটি ০৯ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ফার্মা খাতের দুই কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা ফার্মা খাতের দুই কোম্পানির মধ্যে রয়েছে বিকন ফার্মা এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ এই দুই কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটিরও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ২৬ শতাংশ।
জানা গেছে, এই দুই কোম্পানির মধ্যে আজ ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৭০ লাখ টাকার। অন্যদিকে বিকন ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৫২ লাখ টাকার।
আর সোনালী পেপার ২ কোটি ৮৩ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনেদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- একমি ল্যাবরেটরিজ ১ কোটি ৬০ লাখ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ১ কোটি ২০ লাখ, ডমিনেজ স্টিল ১ কোটি ৯৭ লাখ, ফরচুন সুজ ১ কোটি ১২ লাখ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৭০ লাখ, পাওয়ার গ্রীড ১ কোটি ৯৬ লাখ, স্কয়ার ফার্মা ১ কোটি ৮৭ লাখ ও সানলাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ২৯ লাখ টাকার।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ব্লক মার্কেটে আজকের লেনদেন https://corporatesangbad.com/4375/ |