বিনোদন ডেস্ক : বহুদিন হল অভিনয় দুনিয়া থেকে দূরেই রয়েছেন বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা। এবার বাংলাদেশের গানের ভিডিয়োতে দেখা যাবে ‘কাঁটা লাগা’ খ্যাত গার্ল শেফালি জারিওয়ালাকে। বাংলাদেশের টিএম রেকর্ডসের গানের ভিডিয়োতে দেখা গিয়েছে মিমি, নুসরাত, এমনকি সানি লিওনকেও।
শেফালি যে মিউজিক ভিডিয়োর মডেল হচ্ছেন, সেই গানটির নাম ‘পিরিতির কারবার’। গানটি গেয়েছেন নাদিয়া ডোরা। গানের কথা, সুর এবং সংগীতায়োজন করেছেন তাপস। সোমবার (১১ জুলাই) মিউজিক ভিডিয়োর টিজার প্রকাশ করা হয়েছে। টিজার মুক্তির পরই সেই গানের ভিডিয়োতে শেফালির অভিনয়ের খবর ছড়িয়ে পড়ে। মিউজিক ভিডিয়োর পরিচালক বলিউডের আদিল শেখ। শেফালি জারিওয়ালা নিজেও টিজারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
নিজের গানটি প্রসঙ্গে নাদিয়া ডোরা বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানান, ‘এই গানটি আমার জীবনে ভীষণই গুরুত্বপূর্ণ কারণ, এটিই আমার জীবনে প্রথম মৌলিক গান। এই গানের সঙ্গে অনেক ভালোবাসা আবেগ জড়িয়ে রয়েছে। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
১৪ জুলাই টিএম রেকর্ডস-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘পিরিতির কারবার’।