কর্পোরেট ডেস্ক: সাসটেইনেবিলিটি রেটিং- ২০২২ এ বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃত শীর্ষ টেকসই ব্যাংকগুলোর মধ্যে যমুনা ব্যাংক স্থান করে নিয়েছে। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের কাছ থেকে এ বিষয়ে সম্মাননা পত্র গ্রহণ করেন।
মূলত পাঁচটি সূচকের উপড় ভিত্তি করে এই মান যাচাই করা হয়েছে। এগুলো হলো টেকসই অর্থায়ন সূচক, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, পরিবেশবান্ধব প্রকল্পে পুনঅর্থায়ন, টেকসই কোর ব্যাকিং সূচক ও ব্যাংকিং সেবার পরিধি। এই পাঁচটি সূচকের মধ্যে রয়েছে মোট ৮৯ টি উপসূচক, যার প্রতিটিতে যমুনা ব্যাংক তার অবস্থানকে আরো দৃঢ় করার লক্ষ্যে সর্বদা সচেষ্ট ছিল, এবং এ ধারা চলমান রাখতে ব্যাংক আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
কর্পোরেট সংবাদ/এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সাসটেইনেবল ব্যাংকিং-এ যমুনা ব্যাংক -এর স্বীকৃতি অর্জন https://corporatesangbad.com/43666/ |