সিকিউরিটি সার্টিফিকেশনে সর্বোচ্চ পর্যায়ের স্বীকৃতি পেল হুয়াওয়ে

Posted on August 29, 2023

কর্পোরেট ডেস্ক: ইন্ডাস্ট্রির প্রথম ইভালুয়েশন অ্যাসুরেন্স লেভেল ৬ অগমেন্টেড (ইএএল৬+) সনদ অর্জন করেছে হুয়াওয়ে হংমেং কার্নেল। ইনফরমেশন টেকনোলজি সিকিউরিটি ইভালুয়েশন (সিসি) সাধারণ শ্রেণিতে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। কোন স্মার্ট ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানকে প্রথমবারের মতো এই স্বীকৃতি দেয়া হলো।

ওএস কার্নেল যেকোন অপারেটিং সিষ্টেমের সিকিউরিটি ও নিরাপত্তার মূলভিত্তি হিসেবে কাজ করে। সিসি, যা আইএসও/আইইসি ১৫৪০৮ স্ট্যান্ডার্ড নামেও পরিচিত, এই তথ্য সুরক্ষা বিষয়ক সার্টিফেশন যা বৈশ্বিকভাবে আইটি শিল্পে অন্যতম সম্মানজনক স্বীকৃতি। পণ্যের সুরক্ষা মূল্যায়নের ক্ষেত্রে সিসি বৈশ্বিকভাবে বহুল ব্যবহৃত মানদণ্ড।

এসজিএস ব্রাইটসাইট (স্বনামধন্য সুরক্ষা মূল্যায়ন সম্পর্কিত ল্যাব) হুয়াওয়ের হংমেং কার্নেলের জন্য সুরক্ষা মূল্যায়ন টেস্ট পরিচালনা করে। সিসি ইএএল৬+ স্বীকৃতি সাইবার নিরাপত্তার ক্ষেত্রে এই শিল্পখাতে হুয়াওয়ের সক্ষমতার প্রমাণ। এখন পর্যন্ত হুয়াওয়ে সিসি, এফআইপিএস, আইএসও ১৯৭৯০, পিসিআই ডিএসএস এবং সিএসএ স্টার সহ এই শিল্পখাত সংশিষ্ট সাইবার সিকিউরিটি ক্ষেত্রে ৫শ’র বেশি স্বীকৃতি অর্জন করেছে।

সকল ব্যবসায়িক স্বার্থের ঊর্ধ্বে সাইবার সুরক্ষা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেয় হুয়াওয়ে। সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে হুয়াওয়ের ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং এক্ষেত্রে হুয়াওয়ের প্রচেষ্টা ও উদ্যোগসমূহ বিশ্বজুড়ে ১৭০টিরও বেশি দেশে স্বীকৃতি অর্জন করেছে।

এ বিষয়ে হুয়াওয়ের কনজ্যুমার বিজি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রেসিডেন্ট গং টি বলেন, “হংমেং কার্নেলের সুরক্ষা সক্ষমতা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেশন সংস্থাগুলির দ্বারা স্বীকৃত। হংমেং কার্নেল, অপারেটিং সিষ্টেমের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, এ স্বীকৃতিই তার প্রমাণ, যা ডিভাইস ও আইসিটি সুরক্ষাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

সাইবার নিরাপত্তা এবং সুরক্ষার সর্বোত্তম অনুশীলনগুলো সবার সাথে শেয়ার করতে হুয়াওয়ে সক্রিয়ভাবে আইসিটি শিল্পখাতে কাজ করে যাচ্ছে। সাপ্লাই চেইন স্টেকহোল্ডারদের সাথে কাজ করার পাশাপাশি হুয়াওয়ে শিল্পখাতের সাইবার নিরাপত্তা ও সুরক্ষা সংশ্লিষ্ট সক্ষমতা শক্তিশালী করতে ক্রমাগত উদ্ভাবন করে চলেছে।