হিমাদ্রি লিমিটেডের মূল্য সংবেদনশীল তথ্য নেই

Posted on August 29, 2023

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই খাতের কোম্পানি হিমাদ্রি লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় সিএসইকে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে সিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর‌যবেক্ষণে দেখা যায়, এসএমইতে গত ৩০ জুলাই কোম্পানিটির শেয়ার দর ছিল ৮৮৯ টাকা ৩০ পয়সা। ২৮ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ২ হাজার ৭৯০ টাকা ২০ পয়সা উন্নীত হয়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই কর্তৃপক্ষ।