সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি॥ কক্সবাজারের রামু উপজেলার কৃতি সন্তান ড. বদিউল আলম পাভেল নরসিংদীর জেলা প্রশাসক হিসবে নিয়োগ পেয়েছেন।
সোমবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।
এর আগে বদিউল আলম পাভেল মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
পাভেল রামু ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মৃত শফিউল আলমের ছেলে।
এদিকে জেলা প্রশাসক হিসেবে পদায়নের পর তার বাড়িতে খুশির বন্যা বয়ে যাচ্ছে। কক্সবাজারের বিভিন্ন প্রান্তের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাভেলকে অভিনন্দন, শুভেচ্ছা ও প্রশংসায় ভাসাচ্ছেন।
ড. বদিউল আলম পাভেল ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন সদস্য। তিনি শিল্প মন্ত্রণালয় ও চট্টগ্রাম জেলা প্রশাসনের ডিডি এলজি হিসেবেও দায়িত্ব পালন করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
নরসিংদীর জেলা প্রশাসক হলেন কক্সবাজারের ড. বদিউল আলম পাভেল https://corporatesangbad.com/43631/ |