কর্পোরেট ডেস্ক : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সম্প্রতি এনসিসি ব্যাংক এর উদ্যোগে চট্টগ্রামের বোয়ালখালীতে কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।
এনসিসি ব্যাংক লিঃ এর চেয়ারম্যান মোঃ আবুল বাশার এবং প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান নির্বাহী কমিটির চেয়ারম্যান এস. এম. আবু মহসীন বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন।
এসময়, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ, ইয়াকুব গ্রুপের চেয়ারম্যান এম. ইয়াকুব আলী, এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান, এসইভিপি ও কোম্পানী সেক্রেটারী মোঃ মনিরুল আলম, সিআরএম ডিভিশন এর এসভিপি মুহাম্মদ শাহিদুল ইসলাম, ভিপি এবং সিকিউরিটি ও লজিস্টিকস প্রধান মোঃ গালিব আসাদউল্লাহসহ চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও, এ উপলক্ষে স্থানীয় কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চট্টগ্রামের বোয়ালখালীতে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচী https://corporatesangbad.com/43614/ |