নিজস্ব প্রতিবেদক : ৮ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে সব রকমের আমদানি-রফতানি কার্যক্রম ।
পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটির কারণে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
মঙ্গলবার (৫ জুলাই) বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, কোবরাবি ঈদ উপলক্ষে আগামী শুক্রবার (৮ জুলাই) থেকে পরবর্তী শুক্রবার (১৫ জুলাই) পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ মোট ৮ দিন ব্যবসায়ীক কার্যক্রম বন্ধ থাকবে।
বাংলাবান্ধা স্থলবন্দরের সি অ্যান্ডএফ অ্যাসোসিয়েশন ও স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপসহ উভয় দেশের ব্যাবসায়ীদের সম্মতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার (১৬ জুলাই) সকাল থেকে পুনরায় শুরু হবে বাংলাবান্ধা স্থল বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম।