আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হিমাচল প্রদেশে স্কুলবাস খাদে পড়ে শিক্ষার্থীসহ ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কুলুর ডিসি আশুতোষ গর্গ জানিয়েছেন, সকাল ৮টা ৩০ মিনিটে জাংলা গ্রামের কাছে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। আহত আরও অনেককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বাসটিতে কমপক্ষে ৪০ জন শিক্ষার্থী ছিল। সংবাদ সংস্থা এএনআই বলছে, নিওলি-সামশের সড়ক হয়ে কুলু থেকে সায়ঞ্জের দিকে যাচ্ছিল বাসটি। সে সময় ঘটে ভয়াবহ এ দুর্ঘটনা।
এদিকে, দুর্ঘটনার খবর জানার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক জানিয়ে টুইট করেছেন। নিহতদের পরিবারের সদস্যদের ২ লাখ রুপি ও আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি করে অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন।সূত্র: এনডিটিভি, এএনআই