দুবাইয়ে ৪৩ কোটি টাকার লটারি জিতলেন এক ভারতীয় গাড়িচালক

Posted on December 25, 2022

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ে কর্মরত ভারতীয় গাড়িচালক অজয় ওগুলা দেড় কোটি দিরহামের লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় তা ৪৩ কোটি ২৩ লাখ টাকা।

শুক্রবার (২৩ ডিসেম্বর) আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের বরাত দিয়ে ভারতী সংবাদমাধ্যম এনডিটিভি বলে, ভাগ্যের চাকা ঘুরাতে ভারতের দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত এক গ্রাম থেকে চার বছর আগে দুবাই যান অনিল অগুলা।

বর্তমানে সেখানকার একটি অলঙ্কার তৈরির কারখানায় গাড়িচালক হিসেবে কাজ করছেন তিনি। মাস শেষে বেতন পান ৩ হাজার ২০০ দিরহাম বা প্রায় ৯২ হাজার টাকা।

খালিজ টাইমসকে অজয় বলেন, বিশ্বাসই হচ্ছে না, আমি লটারির প্রথম পুরস্কার জিতেছি। সম্প্রতি আমার এক বন্ধু লটারিতে ৭ হাজার ৭৭৭ দিরহাম জিতেছিল। ওর অ্যাকাউন্টে টাকা আসার পর আমার বিশ্বাস হয়, এগুলো ভুয়া নয়। পরে আমিও জীবনের প্রথম লটারির টিকিট কাটি। আর তাতেই এ পুরস্কার পেয়ে যাই।

দুবাইয়ে বসবাসকারী ওই দক্ষিণী যুবক জানান, বিপুল পরিমাণ টাকা দিয়ে পরিবারের জন্য একটি বাড়ি কেনা ও নিজের একটি নির্মাণসংস্থা খোলার ইচ্ছা রয়েছে তার। তাছাড়া এ টাকার উল্লেখযোগ্য অংশ দিয়ে দেবেন নিজের দাতব্যসংস্থাকে, যার মাধ্যমে ভারতে তার শহর ও পার্শ্ববর্তী গ্রামের উন্নয়ন ঘটবে।

একই র‌্যাফেল ড্রতে প্রায় সাড়ে ২২ লাখ টাকা মূল্যের লটারি জেতেন ৫০ বছর বয়সী ব্রিটিশ নাগরিক পলা লিচ। তিন সন্তানের মা লিচ প্রায় ১৪ বছর ধরে আমিরাতে মানবসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত। সূত্র: এনডিটিভি