শেয়ারবাজার ডেস্ক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি দ্য ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি ২০২২-২৩ সমাপ্ত হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ৬০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (২৮ আগস্ট ২০২৩) ভার্চুয়্যাল প্লাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ৩০৭ তম বোর্ড সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নিয়েছে দ্য ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি ।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে ।
তথ্য অনুসারে, সমাপ্ত ২০২২-২৩ অর্থ বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৯ টাকা ৩৮ পয়সা । যা গত বছর হয়েছিলো ১৯ টাকা ৩৯ পয়সা ।
৩০ জুন ২০২৩ শেষে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ দাঁড়িয়েছে ৯৬ টাকা ৬৮ পয়সায় । যা একই সময় গত বছর ছিলো ৮৩ টাকা ৩৬ পয়সা ।
কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৬২৭ টি । এর মধ্যে স্পন্সর পরিচালকদের বিনিয়োগ ৪৪.৬৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৪.৩৪ শতাংশ এবং বাকি ৩০.৯৯ শতাংশ শেয়ার সাধারন বিনিয়োগকারীদের হাতে ।
কোম্পানিটি ১৯৮৯ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে মার্কেটের ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে ।
কর্পোরেট সংবাদ/এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ইবনে সিনার ৬০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন https://corporatesangbad.com/43493/ |