স্পোর্টস ডেস্ক : আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ভারতে বসতে যাওয়া টুর্নামেন্টটির আগে এশিয়া কাপ মিশনে নামতে যাচ্ছে এশিয়ার দেশগুলো। সাকিব আ হাসানের নেতৃত্বে নিজেদের প্রথম এশিয়াক শিরোপা জয়ের লক্ষ্যে ইতোমধ্যে শ্রীলঙ্কা পৌঁছেছে বাংলাদেশ দল। ৩১ আগস্ট থেকে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।
সাকিবের নেতৃত্বে আবারও বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। এর আগে ২০১১ বিশ্বকাপেও বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন তিনি। বিশ্বকাপের সবশেষ আসরে নেতৃত্ব না দিলেও নিজের যোগ্যতা প্রমাণ করেছে ভালোভাবে। ২০১৯ বিশ্বকাপের পারফরম্যান্স সাকিবের ক্যারিয়ারে সবচেয়ে উজ্জ্বলতম দিক। সেই আসরে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সমানভাবে আলো ছড়িয়েছেন এই অলরাউন্ডার।
ইংল্যান্ডের অনুষ্ঠিত বিশ্বকাপের ১২তম আসরে সাকিব আট ইনিংসে ৬০৬ রান করার পাশাপাশি শিকার করেছেন ১১ উইকেট। গত ১৫ বছরে সাকিবের মতো ব্যাটে-বলে ধারাবাহিকতা ধরে রেখেছেন খুব কম অলরাউন্ডারই।
তাই তো বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে অলরাউন্ডারদের ড্যাডি (বাবা) বলতে কোনো দ্বিধাবোধ করেননি সাবেক ভারতীয় ওপেনার আকাশ চোপড়া। তার মতে, সাকিবের সঙ্গে বাকি অলরাউন্ডারদের এক কাতারে রাখা যাবে না।
আকাশ চোপড়া ক্রিকেটের নানা ইস্যু নিয়ে নিয়মিত বিশ্লেষণ করে থাকেন। আসন্ন বিশ্বকাপে বোলার-ব্যাটসম্যা ও অলরাউন্ডারদের নিয়েও বিশ্লেষণ করছেন তিনি। অলরাউন্ডারদের মধ্যে কে সেরা শিরোনামে একটি ভিডিও করেন আকাশ। যেখানে তুলে ধরেন গত এক বছরে সাকিবসহ ক্রিস ওকস, মিচেল মার্শ, হার্দিক পান্ডিয়া, শাদাব খান ও বাস ডি লিডের অলরাউন্ড পারফরম্যান্স।
ভিডিওতে সাকিবের প্রসঙ্গ উঠলে আকাশ বলেন, ‘সাকিব আল হাসান অলরাউন্ডারদের ড্যাডি (বাবা)। ২০১৯ বিশ্বকাপ যদি মনে থাকে, তাহলে দেখবেন যে সে আসরটিকে নিজের করে নিয়েছে। তার দুর্দান্ত পারফরম্যান্সই বলে দিচ্ছিল যে, এই বিশ্বকাপটা তার। বাকি অলরাউন্ডাররা একপাশে আর সাকিব আরেক পাশে। এই বিশ্বকাপ শেষে অলরাউন্ডার হিসেবে সাকিবের পারফরম্যান্স হয়তো এক নম্বরে থাকবে। আর এমনটা হলে আমি অবাক হবো না।’
সবশেষ এক বছরে ওয়ানডেতে বেশ ভালো ছন্দে আছেন সাকিব। ব্যাট হাতে ১৪ ম্যাচে ৩৫.০৭ গড়ে করেছেন ৪৫৬ রান। এদিকে বল হাতে সাকিবের শিকার ২০ উইকেট। আকাশ চোপড়া মনে করেন, অলরাউন্ডারদের তালিকায় বিশ্বের সবাই যদি এক পাশে থাকে তাহলে অন্য পাশে থাকবেন সাকিব।
এ প্রসঙ্গে ভারতের সাবেক এই ব্যাটার বলেন, সর্বশেষ এক বছরে সাকিব ৯ ম্যাচে ৩৩১ রান করেছে (মূলত ১৪ ম্যাচে ৪৫৬ রান), ১৬ উইকেট (২০ উইকেট নিয়েছেন ১৪ ম্যাচে) নিয়েছে। ইকোনমি রেট দারুণ। সবাই যদি এক পাশে থাকে, অলরাউন্ডারদের তালিকায় সাকিব আরেক পাশে।
তিনি বলেন, অলরাউন্ডার এমন একজন প্রাণী যে কিনা দলে ভারসাম্য নিয়ে আসে। আপনি নামেন ১১ জন নিয়েই কিন্তু সার্ভিস পাবেন ১২ জনের। দুজনের কাজ একাই করে দিতে পারে। যে দলে ভারসাম্য থাকে না সেই দলে সমস্যা তৈরি হয়।
আকাশ চোপড়া পাকিস্তানের শাদাব খান, ভারতের হার্দিক পান্ডিয়ার নাম নিলেও সাকিবকে বিশেষভাবে উপস্থাপন করেছেন। আকাশ চোপড়া বলেন, আমাদের প্রতিবেশী ক্রিকেটারের সম্পর্কে একটু ভালো করে শুনুন। তাকে আপনি প্রকৃতপক্ষে অলরাউন্ডার বলতে পারবেন। সাকিব সেরা অলরাউন্ডার হওয়ার দৌড়ে থাকবে।
আরও পড়ুন:
বিশ্বকাপ ও এশিয়া কাপে নিজেদের পরিকল্পনা জানালো সাকিব
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সাকিব অলরাউন্ডারদের ‘বাবা’: আকাশ চোপড়া https://corporatesangbad.com/43365/ |