মৌলভীবাজারে অস্ত্র ও চোরাই মালামালসহ গ্রেপ্তার ২

Posted on August 27, 2023

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে দেশীয় অস্ত্র ও চোরাই মালামালসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ও শনিবার ভোরে আলাদা আলাদা স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলীয়া গ্রামের ইউনুস মিয়ার ছেলে রাসেল মিয়া ও পৌর এলাকার পশ্চিম বড়গাছ এলাকার জাফর আলীর ছেলে আমিনুল ইসলাম আল-আমিন।

কমলগঞ্জ থানা সূত্রের বরাত দিয়ে জানা যায়, চলতি বছরের ৩০ জুন কমলগঞ্জ উপজেলা পরিষদের সামনে একটি কুরিয়ার সার্ভিস অফিসে চুরির ঘটনা ঘটে। এ সময় কুরিয়ার সার্ভিস অফিসের সহকারী ম্যানেজার মওদুদ আহমেদ অজ্ঞাত লোকদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ চুরির রহস্য উদঘাটনে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রাম থেকে রাসেল মিয়াকে গ্রেপ্তার করে। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে চুরির কাজে ব্যবহৃত তালা ভাঙার রড, তরবারি, ছুরি ও শাবল জব্দ করা হয়।

পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে রাসেল কুরিয়ার সার্ভিস অফিসে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন এবং চোরাই মালামাল উপজেলা পরিষদ সংলগ্ন বড়গাছ গ্রামের আল-আমিনের কাছে রয়েছে বলে জানান।

রাসেলের দেওয়া তথ্যমতে, শনিবার ভোরে কমলগঞ্জের সরইবাড়ি এলাকায় আল-আমিনের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাড়ি এবং আশপাশে তল্লাশি করে চোরাই মালামালগুলো উদ্ধার করা হয়।

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন দু'জন। এ ঘটনায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন।

কর্পোরেট সংবাদ/এএইচ