স্পোর্টস ডেস্ক : মাত্র ৩৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন যুক্তরাষ্ট্রের পেশাদার রেসলার ব্রাই ওয়াট। ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) একজন জনপ্রিয় রেসলার ছিলেন তিনি।
শুক্রবার (২৫ আগস্ট) ভোরে ওয়াটের মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন ডব্লিউডব্লিউই’র চিফ কনটেন্ট অফিসার ও হেড অব ক্রিয়েটিভ পল মাইকেল লেভেস্ক; রেসলিং দুনিয়ায় যিনি কি না ট্রিপল এইচ নামে খ্যাত।
গত কয়েক বছর ধরেই নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন ওয়াট। অসুস্থতার কারণে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে তিনি রেসলিং থেকেও ছিলেন দূরে।
প্রাথমিক অবস্থায় মৃত্যুর আসল কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এই রেসলার। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রেসলিং দুনিয়াজুড়ে।
ব্রাই ওয়াটের আসল নাম উইন্ডহাম রোটুন্ডা। তার বংশে তৃতীয় প্রজন্মের রেসলার ছিলেন তিনি। তার বাবা মাইক রোটুন্ডা ও নানা রবার্ট উইন্ডহাম (ব্ল্যাকজ্যাক মুলিগান) দুজনই ডব্লিউডব্লিউইর সাবেক রেসলার ছিলেন।
ট্রিপল এইচ নিজের টুইটারে দেওয়া টুইট বার্তায় জানান, ‘ডব্লিউডব্লিউই’র হল ফেইম মাইক রোটুন্ডা আমাকে ফোন করে নিশ্চিত করেছেন যে উইন্ডহাম রোটুন্ডা মারা গিয়েছেন। রেসলিং পরিবারের আজীবন সদস্য ছিলেন উইন্ডহ্যাম রোটুন্ডা। তাকে ব্রে ওয়াট নামেও অনেকে চিনত। আজ আচমকাই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ওর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। সেই সঙ্গে আপনাদের কাছেও অনুরোধ করছি, এই কঠিন সময় ওর পরিবারের গোপনীয়তা বজায় রাখা হোক।’
২০০৯ সাল থেকে ডব্লিউডব্লিউইর সঙ্গে ছিলেন ওয়াট। ২০২১ সালে অপ্রত্যাশিতভাবে তার সঙ্গে চুক্তি বাতিল করেছিল ডব্লিউডব্লিউই কর্তৃপক্ষ। তবে ২০২২ সালের অক্টোবরে এক্সট্রিম রুলসের মধ্যে দিয়ে আবার ফিরে আসেন এই রেসলার।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
৩৬ বছর বয়সেই না ফেরার দেশে রেসলার ব্রাই ওয়াট https://corporatesangbad.com/43124/ |