সপ্তাহজুড়ে দর বৃদ্ধির দাপটে মিরাকল ইন্ডাস্টিজ

Posted on August 26, 2023

শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে দর বাড়ার শীর্ষে রয়েছে মিরাকল ইন্ডাস্টিজ লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৪২.৮১ শতাংশ বেড়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটি সর্বমোট ৩৬ কোটি ৮০ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৩৬ লাখ ২০ হাজার  টাকা

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অ্যারামিট সিমেন্ট লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর বেড়েছে ২৮ দশমিক ৫৭ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৫ কোটি ৭২ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ১৪ লাখ টাকা।

এসকে ট্রিমস গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এ সপ্তাহে কোম্পানিটির সর্বচ্চ দর বেড়েছে ১৫.৩৫ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১০ কোটি ১২ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা।

এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, রূপালী ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড ও বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেড।

কর্পোরেট সংবাদ/এএইচ