ব্যাংক আমানত, সঞ্চয়পত্র ও রপ্তানি প্রণোদনায় ছাড় দিল এনবিআর

Posted on August 24, 2023

অর্থ-বাণিজ্য ডেস্ক : জাতীয় সঞ্চয়পত্র, ব্যাংক আমানতের মুনাফা এবং রফতানি প্রণোদনার ওপর উৎসে করকেই চূড়ান্ত কর হিসেবে ধরা হবে। অর্থাৎ আয়ের ওপর নতুন করে আর কোনও কর দিতে হবে না।

বুধবার (২৩ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এ তিন খাতের জনগণকে বেশ ছাড় দেওয়া হয়।

এনবিআরের কর্মকর্তারা বলছেন, আয়কর আইন-২০২৩ অনুযায়ী, ব্যাংক আমানতে আয়ের ওপর ১০ শতাংশ উৎসে কর কাটার নিয়ম ছিল। এরপর আমানতকারী যখন রিটার্ন দাখিল করবেন, তখন আরও ২৫ শতাংশ কর কাটার বিধান রাখা হয়।

তবে বুধবারের প্রজ্ঞাপন অনুযায়ী পরের ২৫ শতাংশ কর আর দেওয়া লাগবে না। যাদের রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা নেই, তাদেরও উৎসে করের বেশি কর দেওয়া লাগবে না। একইভাবে সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রেও উৎসে করের বাইরে অতিরিক্ত কর দেওয়া লাগবে না।

এ ছাড়া ব্যবসায়ীরা রফতানির বিপরীতে নির্দিষ্ট হারে নগদ প্রণোদনা পান। নতুন এ প্রণোদনার ক্ষেত্রে মোট সাড়ে ২৭ শতাংশ কর আরোপের বিধান রাখা হয়। এর মধ্যে ১০ শতাংশ উৎসে কর হিসেবে কাটা হতো। বাকি সাড়ে ১৭ শতাংশ কর ওই ব্যবসায়ীদের আয়কর রিটার্ন দাখিলের সময় পরিশোধ করতে হতো।

তবে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এ ক্ষেত্রেও উৎসে করের বেশি কর পরিশোধ করতে হবে না।