শ্যামনগরে ৬ দিন ব্যাপী আয়বর্ধক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

Posted on August 24, 2023

কর্পোরেট ডেস্ক: আজ বৃহস্পিবার বিকাল ৩:৩০ টায় লিডার্সের প্রধান কার্যালয়ে সুন্দরবন এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন ও আয়বর্ধক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো. আক্তার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, শ্যামনগর, সাতক্ষীরা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাজমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয়, শ্যামনগর, সাতক্ষীরা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব রনজিৎ কুমার বর্মন, কার্যনির্বাহী সদস্য, লিডার্স ও সিনিয়র শিক্ষক, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি সকল অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করেন। ৬ দিন ব্যাপী প্রশিক্ষণটি আয়োজনে সহযোগিতা করেছে লিডার্স।  

লিডার্সের জলবায়ু ও অভিযোজন জ্ঞানব্যবস্থাপনা কেন্দ্রে আয়োজিত এই প্রশিক্ষণে গাবুরা, মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী ও আটুলিয়া ইউনিয়নের ২১ জন নারী ও ১১ জন পুরুষ, মোট ৩২ জন প্রান্তিক প্রশিক্ষণার্থীদের নিয়ে উক্ত প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে সুন্দরবন এলাকার প্রান্তিক জনগোষ্টির জীবনমানের উন্নয়ন ও আয় বৃদ্ধির পথ সৃষ্টি হবে। এরকম প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক মানুষের ভাগ্যের পরিবর্তন আনতে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে” ।

জলবায়ু পরিবর্তন বাংলাদেশের সুন্দরবন অঞ্চলকে বিভিন্ন সংকটের সামনে দাঁড় করাচ্ছে। সুন্দরবন এলাকার প্রান্তিক জনগোষ্টির জীবনমানের উন্নয়নে দরকার তাদের দক্ষতা বৃদ্ধি ও কারিগরি সহযোগিতা। এরকম বিকল্প আয়বর্ধক প্রশিক্ষণই পারে প্রান্তিক জনগোষ্টির জীবনমানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।

কর্পোরেট সংবাদ/এএইচ