কর্পোরেট ডেস্ক: রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের গ্রেফতারি পরোয়ানাভুক্ত খেলাপি ঋণগ্রহীতা প্রতিষ্ঠান এন এন এ অটো রাইস মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিসেস হোসনে আরা আলম কে গ্রেফতার করেছে পুলিশ।
২০ আগস্ট ২০২৩ ধানমন্ডি থানা পুলিশ তাকে গেফতার করে। প্রতিষ্ঠানটির ৩১ কোটি ১০ লক্ষ ৭৮ হাজার টাকা আদায়ের লক্ষ্যে ০১-১০-২০২০ তারিখে ঢাকার অর্থঋণ আদালত-১ এ অর্থজারী মামলা নং- ৫২৪/২০২০ দায়ের করে অগ্রণী ব্যাংক। উক্ত মামলায় বিজ্ঞ আদালত অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ৩৪(১) ধারায় ৪ জন বিবাদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এর আগে একই প্রতিষ্ঠানের পরিচালক আশিক ইবনে আলম (পিতা এ কে এম খোরশেদ আলম) গ্রেফতার হন। গত ২০ জুলাই অগ্রণী ব্যাংকের ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখার খেলাপি ঋণ গ্রহীতা প্রতিষ্ঠান মেসার্স ফিনিক্স লেদার কমপ্লেক্স (প্রাঃ) লিমিটেডের পরিচালক শেখ খাজাউদ্দিনকেও গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
কর্পোরেট সংবাদ/এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
অগ্রণী ব্যাংকের আরও এক খেলাপি ঋণগ্রহীতা গ্রেফতার https://corporatesangbad.com/42948/ |