স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ তৃতীয় সন্তানের বাবা হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৮ বর্ষী ক্রিকেটার নিজেই তার কন্যা সন্তান জন্মের বিষয়টি জানিয়েছেন।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে নিজের ফেসবুক পেজে তাসকিন লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আজ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।’
২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বন্ধু সৈয়দা রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন। টাইগার পেসারের প্রথম সন্তান তাশফিন আহমেদ রিহান ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর জন্ম নেয়। এরপর তার প্রথম কন্যা সন্তান জন্ম নেয় গত বছরের ২৯ এপ্রিল।
কর্পোরেট সংবাদ/এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
তৃতীয় সন্তানের বাবা হলেন তাসকিন https://corporatesangbad.com/42856/ |