তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন সাঈদ'কে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
সাঈদ ওই ইউনিয়নের তেরাকুড়ি গ্রামের ফয়েজ আলীর ছেলে। গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) দিবাগত রাত দেড়টায় বড়লেখা থানা পুলিশ অভিযান চালিয়ে তার বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিনের নেতৃত্বে অভিযানে অংশ নেন সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম, এসআই জাহেদ আহমদ, এসআই আতাউর রহমান প্রমুখ।
বড়লেখা থানা পুলিশ জানায়, দেলোয়ার হোসেন সাঈদ সুজানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও উপজেলা জামায়াতের দায়িত্বশীল একজন। সাঈদ বড়লেখা থানার একটি পুলিশ অ্যাসল্ট মামলার আসামি।
বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, ‘তাকে (সাঈদকে) বুধবার (২৩ আগস্ট) আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কর্পোরেট সংবাদ/এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বড়লেখায় ইউপি জামায়েত সেক্রেটারি গ্রেপ্তার https://corporatesangbad.com/42849/ |