চা শ্রমিকদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার

Posted on August 24, 2023

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: বাংলাদেশে নিযুক্ত নতুন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক তিনদিনের সফরে সিলেট অবস্থান করছেন। সফরকালে তিনি ব্রিটিশ সরকারের অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।

বুধবার (২৩ আগস্ট) সকালে সিলেটের লাক্কাতুরা চা বাগান এলাকায় চা শ্রমিকদের সন্তানদের জন্য ব্র্যাক পরিচালিত একটি স্কুল পরিদর্শন করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

এ সময় তিনি স্কুলের শিশু শিক্ষার্থীর সঙ্গে কিছু সময় কাটান। এরপর তিনি লাক্কাতুরা চা বাগান এলাকায় শিক্ষার্থীদের অভিভাবক এবং চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। ব্রিটিশ সরকারের অর্থায়নে সিলেটের একশো ২০টিসহ ৫০০টি স্কুল পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং নতুন মেয়র আনোয়ারুজ্জামানের চৌধুরীর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে।

ব্রিটিশ হাইকমিশনার হিসেবে প্রথমবারের মতো সিলেটে এসে তিনি বিভিন্ন দর্শনীয় এলাকা পরিদর্শন করেন।