নিজস্ব প্রতিবেদক : প্রাইম ব্যাংক সিকিউরিটিজের নতুন হেড অব স্ট্র্যাটেজিক প্ল্যানিং হিসেবে যোগদান করেছেন মোঃ রকিবুল ইসলাম রুশো।
রকিবুল ইসলাম রুশো তার দীর্ঘ ১৩ বছরের কর্মময় জীবনে ইনফর্মেশন টেকনোলজি ম্যানেজমেন্ট, বিজনেস প্রসেস অপটিমাইজেশন, ক্লায়েন্ট এক্সপেরিয়েন্স ম্যানেজমেন্ট, বিজনেস ইন্টেলিজেন্স এ্যান্ড এমআইএস, ডিজিটাল চ্যানেল ম্যানেজমেন্টসহ বিজনেস মার্কেটিং পরিচালনার অভিজ্ঞতা রয়েছে।
পেশাগত জীবনে তিনি এর আগে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজে ডিজিটাল বিজনেস ও সার্ভিস ইনোভেশনের প্রধান ও ইউসিবি স্টক ব্রোকারেজের আইটি প্রধান হিসেবে ব্রোকারেজ ব্যবস্থাপনায় ডিজিটাল ট্রান্সফর্মেশনে বিশেষ ভূমিকা রাখেন। তাছাড়া, র্পুঁজিবাজার সম্পর্কে বিনিয়োগকারীদের সচেতন করতে এবং তরুন, নারী ও নতুন বিনিয়োগকারীদের পুঁজিবাজারে সক্রিয় করে তুলতে ফিজিক্যাল ও ডিজিটাল ক্যাম্পেইনের পাশাপাশি রিটেল এক্সপেনশন নিয়ে কাজ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স থেকে তার বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন এবং ঢাবির আইবিএ থেকে টেকনোলজি এ্যান্ড অপারেশন্স এ তাঁর দ্বিতীয় এমবিএ সম্পন্ন করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
প্রাইম ব্যাংক সিকিউরিটিজের স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রধান রুশো https://corporatesangbad.com/42681/ |