কমেছে সূচক, বেড়েছে লেনদেন

Posted on August 22, 2023

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২২ আগস্ট) সূচক কমেছে ৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৩ পয়েন্ট। এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।

এর আগে বৃহস্পতিবার, রোববার এবং সোমবার টানা তিন কর্মদিবস সূচকের উত্থান হয়েছিল।ডিএসইর তথ্য মতে, আজ বাজারে ৩২৪টি প্রতিষ্ঠানের মোট ৯ কোটি ৮৩ লাখ ৯৪ হাজার ৬৩৫ শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৫০৩ কোটি ১৫ লাখ ২৬ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৪৯৫ কোটি ৭১ লাখ ৯৯ হাজার টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে। 

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৮ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ১ দশমিক ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৫ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক দশমিক ৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৫ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল রূপালী লাইফের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল সোনালী পেপারের শেয়ার। এরপরের তালিকায় যথাক্রমে ছিল- রয়েল টিউলিপ সি পার্ল, আমরা নেটওয়ার্কস, জেমিনি সি ফুড, এমারেল্ড অয়েল, লিগেসি ফুটওয়ার, লাফার্জহোলসিম এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার।এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৬ পয়েন্টে। সিএসইতে ১৭৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ৪৯টির ও অপরিবর্তিত রয়েছে ৭৮টির দাম।

দিন শেষে সিএসইতে ৯ কোটি ৮৪ লাখ ৯৫ হাজার ৭৩৬ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১২ কোটি ৭১ লাখ ২৫৮ টাকার শেয়ার ও ইউনিটের।

কর্পোরেট সংবাদ/এএইচ